Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
৯ম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ২০২৪

৯ম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ২০২৪

চট্টগ্রাম, ৭ ফেব্রুয়ারি ২০২৪। শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় আগ্রহ সৃষ্টির লক্ষে প্রতি বছরের ন্যায় এবারও হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ৭ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উৎযাপন করে ৯ম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সাঁঝের পুলক’ ও পুরস্কার বিতরণ-২০২৪। অনুষ্ঠানের নতুন মাত্রা যোগ করতে এবারের আয়োজনের স্থান নির্ধারণ করা হয় কলেজ ক্যাম্পাসের বাইরে হালিশহর আর্টিলারি সেন্টার ও স্কুলের মাল্টিপারপাস শেড। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম মনজুরুল হক মজুমদার, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল, কমান্ড্যান্ট-আর্টিলারি সেন্টার ও স্কুল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সদস্যরা। জমকালো এই আয়োজনের শুরুতে ২০২৩ শিক্ষাবর্ষের সমন্বিত মেধাতালিকা, একাডেমিক সহপাঠ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সাঁঝের পুলক’। শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি, কৌতুক, নাটিকা, মাইম, ফ্যাশন শো ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে মোহাবিষ্ট করে রাখে। সাংস্কৃতিক পরিবেশনা শেষে প্রধান অতিথি সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে প্রতিভাকে বিকশিত করে দেশ ও জাতির কল্যাণে মনোনিবেশ করার আহ্বান জানান। পরিশেষে প্রধান অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও সুন্দর আয়োজনের জন্য প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
Total Views : 49