Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
HCPSC AT a Glance

HCPSC AT a Glance

বিশ্বস্বত্বার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলার জন্য শিক্ষা প্রয়োজন। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে চাই আধুনিক, বিজ্ঞানভিত্তিক  গুণগত মানের শিক্ষা ব্যবস্থায় আগামী প্রজন্মকে শিক্ষিত করে তোলার কোন বিকল্প নেই। সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা (এমডিজি) বাস্তবায়নে সরকারও বিভিন্ন উন্নয়ন পদক্ষেপের মধ্যে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।

বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষার উন্নয়ন ও প্রসারের বিশেষ ভূমিকা পালন করে চলেছে। বিভিন্ন পাবলিক পরীক্ষায় সেনাবাহিনী প্রতিষ্ঠিত ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহ ফলাফলও সন্তোষজনক। তারই ধারাবাহিকতায় ও অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে একটি আধুনিক শিক্ষানিকেতন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ‘এসো শিখি ও দেশ গড়ি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে নার্সারি(বাংলা ও ইংরেজি) থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে জানুয়ারী ২০১৩ সাল থেকে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ একাডেমিক কার্যক্রম শুরু হয়। ২০১৬ সালে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তির মাধ্যমে কলেজের একাডেমিক কার্যক্রম আরম্ভ হয়। শিক্ষা কার্যক্রমের শুরুতেই প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা, সুপ্রসিক্ষিত ও দক্ষ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেয়া হয়।

হালিশহর সেনানিবাসের পশ্চিম সীমানা ঘেঁষে সেনানিবাসের নিজস্ব জায়গায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অবস্থান। নগরীর কোলাহলমুক্ত, শান্ত-শ্যামল-সবুজে সুশোভিত মনোরম পরিবেশের মাঝে এ প্রতিষ্ঠানের নান্দনিক অবকাঠামো, সমৃদ্ধ বৈজ্ঞানিক গবেষণাগার ও বিভিন্ন সহপাঠ উপকরণসহ শিক্ষার আধুনিক ও অনুকূল বৈশিষ্ঠ্যমণ্ডিত ক্যাম্পাস ছাত্র-ছাত্রীদের মানসগঠনে সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস।

লেখাপড়ার পাশাপাশি নিয়ম শৃঙ্খলা অনুশীলন ও খেলাধুলাসহ অন্যান্য সহপাঠ কার্যক্রমের প্রয়োজনীয়তা কম নয়। তাই এ প্রতিষ্ঠান সিক্ষা-সহায়ক অন্যান্য কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। শিক্ষার্থীদের সূপ্তপ্রতিভা বিকাশে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন খেলাধুলা ছাড়াও নিয়মিত বাংলা ও ইংরেজি বিতর্ক, সঙ্গীত, আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা ও সাময়িকী প্রকাশসহ বিভিন্ন সহপাঠ কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া বিএনসিসি, স্কাঊট, গার্ল গাইডসহ বিভিন্ন সংগঠনের সদস্য হয়ে ছাত্র-ছাত্রীরা নিজেদের ব্যক্তিত্ব বিকাশ ও চরিত্র গঠনের পাশাপাশি দেশ ও মানবসেবায় আত্ননিয়োগের সুযোগ পায়। অত্র প্রতিষ্ঠান তার ছাত্র-ছাত্রীদের আন্তঃস্কুল, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করে একটি মননশীল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ শিক্ষার্থীদের শ্রেণীতে উপস্থিতি নিশ্চিতকরণসহ ব্যক্তিগত পাঠোন্নইয়নে সার্বক্ষণিক তত্ত্বাবধান করে থাকেন।

একজন মা যেমন তাঁর সন্তানকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যান তেমনি একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠান তাঁর শিক্ষার্থীদের সুনাগরিকরূপে গড়ে তুলতে নিরলস দায়িত্ব পালন করে চলে। সুশৃঙ্খল, সুশিক্ষিত ও দেশপ্রেমিক একটি জাতি গঠনের লক্ষ্যে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ যাত্রা শুরু করেছে। দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ প্রতিষ্ঠান হিসেবে আত্নপ্রকাশের মাধ্যমে একটি প্রতিশ্রুতিশীল জাতি গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। এর জন্য চাই সব মহলের অকৃপণ সহযোগিতা।

Total Views : 6356