Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
১৫তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভ্যাল ২০২৩

১৫তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভ্যাল ২০২৩

১৫তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভ্যাল ২০২৩ এ 
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ 
চট্টগ্রাম, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার ও শনিবার Natinal Debate Federation Bangladesh (NDF BD) আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব ২০২৩ এ হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ১৫ জন শিক্ষার্থী এবং ০২ জন শিক্ষক অংশগ্রহণ করে। ২৪ ফেব্রুয়ারি সকাল ৮ ঘটিকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৩০০০ শিক্ষার্থী র‌্যালিতে অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। ঢাকা শিশু একাডেমিতে আয়োজিত বিতর্ক উৎসবে প্রথম দিন প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, এমপি। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, সরকারি আমলা, মিডিয়া ব্যক্তিত্ব, বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপী অনুষ্ঠানে নানা ধরনের বিতর্ক উপভোগ করা ছাড়াও শিক্ষার্থীদের জন্য ছিলো বিতর্ক প্রশিক্ষণ ও ক্যারিয়ার বিষয়ক নানা ধরণের কর্মশালা। এছাড়া শিক্ষার্থীরা দেশাজীবী ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে নিজেদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির সুযোগ পায়। 
বিতর্কের এ জাতীয় উৎসব শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের প্রতি ভালোবাসা তৈরির পাশাপাশি যুক্তিবাদী ও চিন্তাশীল মননের অধিকারী হতে সহায়তা করে। সমাপনীদিনে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ কে এম খালেদ, এমপি। সার্টিফিকেট প্রদান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিতর্কের সবচাইতে বড় উৎসব। আজ ০২ মার্চ ২০২৩ কলেজ প্রাঙ্গনে প্রাত: সমাবেশে অধ্যক্ষ বিতর্ক উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিতর্কের পুস্তিকা (যুক্তিপত্র) ও সনদপত্র বিতরণ করেন।

 

Total Views : 80