Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উদযাপন

সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উদযাপন

চট্টগ্রাম, ২১ নভেম্বর ২০২৩
২১ নভেম্বর, ২০২৩, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হয় সশস্ত্র বাহিনী দিবস-২০২৩। এতে উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মো: গোলাম মোর্শেদ, পিএসসি, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল, সহকারী প্রধান শিক্ষক ডালিয়া বড়ুয়া, অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কেজি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে আলোচনা অনুষ্ঠানে যোগ দেয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতে ছিল পবিত্র কুরআন থেকে তেলওয়াত। শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্যে স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে দেশ গঠনে এবং বহির্বিশ্বে শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের পরে সংক্ষিপ্ত বক্তৃতায় অধ্যক্ষ শিক্ষার্থীদের নিজেকে সশস্ত্র বাহিনীর নির্ভীক সদস্যদের মতো আদর্শ, দেশপ্রেমিক ও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বিকাল ১৫০০ ঘটিকায় অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ এর মূল অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়, ০৫ জন শিক্ষক এবং দ্বাদশ শ্রেণির ১৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
 

Total Views : 310