Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন

শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন

চট্টগ্রাম, ১৮ অক্টোবর ২০২৩
“শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়”
এই স্লোগান নিয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়। এ দিবস উপলক্ষে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি মহোদয়। পরবর্তীতে প্রতিষ্ঠানের ৪০১ নং কক্ষে দিবসটি নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী প্রধানশিক্ষক, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। আলোচনা সভায় শেখ রাসেল দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তৃতা করেন। তাছাড়া শিক্ষার্থীদের নিয়ে শেখ রাসেল দেয়ালিকা, পুঁথি পাঠ, চিত্রাঙ্কন, নান্দনিক হস্তাক্ষর ও রচনা লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অধ্যক্ষ তাঁর সমাপনী বক্তব্যে শেখ রাসেলের জীবন এবং এ দিবসের তাৎপর্য নিয়ে তথ্যবহুল আলোচনা করেন। শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেখ রাসেল দিবসে আয়োজিত খেলাধুলা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
 

Total Views : 162