Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন

চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি ২০২৪
শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ভাষাচর্চা ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার যথাযোগ্য মর্যাদায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দিবসের শুরুতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি এর নেতৃত্বে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” এ গানের সুরে সুরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে করা হয় প্রভাতফেরি ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত। প্রতিবারের ন্যায় এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।  এর মধ্যে রয়েছে দেয়ালিকা তৈরি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনাসভা। শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে ছড়া পাঠ, কবিতা আবৃত্তি, নান্দনিক হস্তাক্ষর, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, বাংলা বর্ণমালা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ভাষা আন্দোলনের ইতিহাস-তাৎপর্য ও আমাদের কর্তব্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ, সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
 

Total Views : 24