Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন

চট্টগ্রাম, ২৬ মার্চ ২০২৩
আজ ২৬ মার্চ, রবিবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল এই অর্জন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করে। দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ০৯ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। তারপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থীরা স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এ দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের ‘থিমসং’ প্রকাশ। সবশেষে অধ্যক্ষ তাঁর সমাপনী বক্তব্যে বলেন, একাত্তরের বীর সন্তানরা তৎকালীন পাকিস্তানি সুসজ্জিত সেনাবাহিনীকে কোনঠাসা করে পরাজিত করে, যা কেবল সম্ভব হয়েছে নিরস্ত্র মুক্তিযোদ্ধাদের দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার কারণে। তাই বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার ও উন্নত সমৃদ্ধ জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার উদাত্ত আহ্বান জানান।
 

Total Views : 97