Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম, ০৫ অক্টোবর ২০২৩
গত ৫ অক্টোবর, ২০২৩ ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা প‚রণ বৈশ্বিক অপরিহার্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত হয় আলোচনা সভার। শিক্ষকরাই হলেন আমাদের জীবনের আলোর দিশারী ও পথ প্রদর্শক। বিশ্বের সকল শিক্ষককে শ্রদ্ধা জানাতে এবং তাঁদের অবদানকে স্মরণ করে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের শুরুতেই  অধ্যক্ষ লে. কর্নেল মো: গোলাম মোর্শেদ, পিএসসি কেক কেটে অনুষ্ঠানের শুভ স‚চনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল, সহকারী প্রধান শিক্ষক ডালিয়া বড়ুয়া, অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা। বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে সিনিয়র প্রভাষক (বাংলা) ওসমান ফারুক ও সহকারী শিক্ষক (বাংলা) মোহাম্মদ কাশেম, বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে কাজী রুবাইদা জাহান, ষষ্ঠ (গ) শিক্ষকদের সম্পর্কে তার অভিমত তুলে ধরে। অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, একজন আদর্শ শিক্ষক জাতির আলোকবর্তিকা। শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক ইতিবাচক মিথষ্ক্রিয়ার মাধ্যমেই সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
 

Total Views : 64