বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরাতনকে ভুলে নতুনকে আহ্বান জানিয়ে আনন্দে মাতে বাঙালি জাতি। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সাড়ম্বর আয়োজনে বরণ করে নিল ১৪৩২ বঙ্গাব্দকে।
বর্ষ বরণ আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটির আয়োজন শুরু করে প্রতিষ্ঠানটি। শোভাযাত্রা শেষে উপস্থিত সবাই উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা। জাতীয় সংগীত ও বৈশাখী গানে সানন্দে সবাই কণ্ঠ মিলিয়ে একাত্মতা প্রকাশ করেন। এরপরই শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের বক্তব্যে উঠে আসে দিবসটির ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য। বৈশাখী গানের সাথে নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা। অধ্যক্ষ মহোদয় লে. কর্নেল মো.গোলাম মোর্শেদ, পিএসসি -র দিক নির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত হয়।
সাংস্কৃতিক পরিবেশনার শেষে অধ্যক্ষ মহোদয় আকর্ষণীয় আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে প্রাতিষ্ঠানিক সহযোগিতায় দেওয়া মেলার রকমারি স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শনের সময় তিনি সকল আয়োজকদের সাধুবাদ জানান।
রঙে রঙে সাজানো, শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস যেন আগামী সম্প্রীতির একটুকরো স্বর্ণালী ছবি। আমরা বাঙালি জাতির সম্প্রীতির স্বপ্নের বীজ বপন করে যেতে চাই নিরন্তর....