Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
বইমেলা-২০২৪

বইমেলা-২০২৪

চট্টগ্রাম, ০৭ মার্চ ২০২৪
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে গত ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত ০৪ দিনব্যাপী বইমেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ কলেজ প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম মনজুরুল হক মজুমদার, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, জি, এমফিল, কমান্ড্যান্ট- আর্টিলারি সেন্টার ও স্কুল বইমেলার শুভ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী প্রধানশিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ। উক্ত বইমেলায় দেশি-বিদেশি প্রায় ৪০০টি প্রকাশনার বিভিন্ন ধরনের বই নিয়ে ‘লার্নিং টাইম’ প্রকাশনা সংস্থা, ঢাকা ৪টি বইয়ের স্টল-এ বই প্রদর্শন ও বিক্রয় করে। এবারের বই মেলায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ছাড়াও গানার্স ইংলিশ স্কুল ও মুশফিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়। মূলত শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নির্ভর সমাজ বিনির্মানের লক্ষ্যে এই বইমেলার আয়োজন। এখান থেকেই শিক্ষার্থীরা মেধা ও মননের চর্চায় নিজেদের নিয়োজিত রেখে সচেতন মানুষ হিসাবে ভবিষ্যতে দেশের হাল ধরবে। বইমেলা উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজ বিজয়ীদের সনদ ও বই প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। এছাড়াও বইমেলার শেষদিন শিক্ষকদের জন্য রাফেল ড্র অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মহোদয় রাফেল ড্র বিজয়ী শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন।

 

Total Views : 35