Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
নতুন কারিকুলাম নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

নতুন কারিকুলাম নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

০২ মে ২০২৩ তারিখ মঙ্গলবার দুপুর ১২০০ ঘটিকায় প্রতিষ্ঠানের ৪০১ নং কক্ষে নতুন কারিকুলাম সম্পর্কে অভিভাবকদের ধারণা দেওয়ার উদ্দেশ্যে একটি অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির (উভয় ভার্সন) অভিভাবকগণ এতে উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, সমন্বয়কগণ, শ্রেণি শিক্ষক ও বিষয় শিক্ষকবৃন্দ। মাধ্যমিক শাখার সমন্বয়ক ও সহকারী শিক্ষক জনাব মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শ্রেণি শিক্ষকগণ ও বিষয় শিক্ষকগণ নতুন কারিকুলাম সম্পর্কে স্ব-স্ব বিষয়ের তথ্য উপস্থাপন করেন। সহকারী প্রধান শিক্ষক জনাব ডালিয়া বড়ুয়া ডিজিটাল মাল্টিমিডিয়ায় ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে নতুন কারিকুলাম সম্পর্কে অভিভাবকদের বিস্তারিত ধারণা দেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্ণেল মো: সামছুল আলম ছিদ্দীকি, পিএসসি তাঁর আলোচনার শুরুতে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রত্যেক শিক্ষার্থীকে ৩টি করে গাছ লাগানোর জন্য তাদের বাবা-মাকে অনুরোধ করেন। পাশাপাশি সন্তানদের ধর্মীয় ভাবধারায় নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য অভিভাবকদের মূল্যবান পরামর্শ দেন। তিনি বলেন, “সন্তান কার সাথে মেলামেশা করছে, শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ করছে কিনা এসব বিষয়ে সচেতন থাকতে হবে।” এ সময় তিনি অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সবশেষ উপস্থিত ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। 

Total Views : 51