Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
দ্বাদশ শ্রেণির শিক্ষাসফর সম্পন্ন

দ্বাদশ শ্রেণির শিক্ষাসফর সম্পন্ন

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষাসফর সম্পন্ন হয়েছে। শিক্ষা সফরের উদ্দেশ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা চুয়েট, কেপিএম, লেকসুর, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র ও জুম রেস্তোরাঁ পরিদর্শনের উদ্দেশ্যে সকাল আটটায় যাত্রা শুরু করে। শিক্ষার্থীরা প্রথমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট পরিদর্শন করে। চুয়েটে বিভিন্ন ফ্যাকাল্টি পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের ইতিহাস ও কার্যক্রম তুলে ধরেন প্রফেসর এএইচএম রাশেদুল হাসান, রসায়ন বিভাগ ও প্রফেসর ড. রেজাউল করিম, রসায়ন বিভাগ। অতঃপর এইচসিপিএসসির পক্ষ থেকে সম্মানিত প্রফেসরদ্বয়কে সুভ্যানিয়র ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। চুয়েট পরিদর্শন শেষে শিক্ষার্থীরা কর্ণফুলী পেপার মিলস পরিদর্শন করে। সেখান থেকে দু’টি দল যথাক্রমে পানিবিদ্যুৎ কেন্দ্র ও লেকশোর কাপ্তাই পরিদর্শন করে। শিক্ষাসফরের শেষ পর্যায়ে ১৬৮ জন শিক্ষার্থী ও ৩৭ জন শিক্ষকের এই দলটি একত্রিত হয়ে কাপ্তাই জুম রেস্তোরাঁর মনোরম পরিবেশে দুপুরের খাবার গ্রহণ করে। এরপর কিছু আড্ডামুখর ক্ষণ কাটিয়ে ০৪১৫ ঘটিকায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করে এবং ক্যাম্পাসে পৌঁছার মধ্যদিয়ে সকলকে মাধ্যমে সমাপ্ত হয় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষাসফর।

Total Views : 101