Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
দ্বাদশ শ্রেণির শিক্ষাসফর 2023

দ্বাদশ শ্রেণির শিক্ষাসফর 2023

১১ মে,২০২৩ হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষাসফর সম্পন্ন হয়। দ্বাদশ শ্রেণির শিক্ষাসফরের যাত্রা শুরু হয় সকাল ৮.৩০ টায়। আমাদের প্রতিষ্ঠান থেকে শুরুতে শিক্ষার্থীরা মেরিন একাডেমি পরিদর্শন করে। সেখানে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন ও উপভোগ করে। সেখান থেকে শিক্ষার্থীরা পারকি বীচ গমন করে এবং লুসাই পার্কে দুপুরের খাবার শেষ করে প্রায় ২ ঘন্টা বীচের সৌন্দর্য অবলোকন করে, সেখানে শিক্ষার্থীরা ফুটবল খেলা, হইহল্লা করা, গান বাজনা, ফটোসেশান ইত্যাদি করে ও অনেক আনন্দঘন সময় অতিবাহিত করে।।  সেখান থেকে শিক্ষার্থীরা আড্ডামুখর সময় অতিক্রম করে বিকাল ৩.১৫ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশ্যে ফিরতি যাত্রা করে। যাত্রাপথে শিক্ষাসফরের মূল আকর্ষন ও সাউথ এশিয়ার বৃহত্তম  'বঙ্গবন্ধু টানেল' হয়ে আসার সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উন্মাদনা ও পরিতৃপ্তির বহিঃপ্রকাশ দেখা যায়।
শিক্ষা সফর শেষে বিকাল ৪.৪৫ মিনিটে সকলে ক্যাম্পাসে এসে নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে যায়।
শিক্ষাসফরে মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী - ২৪১ 
মোট অংশগ্রহণকারী  শিক্ষক ও কর্মচারী - ৩১ জন।
সর্বমোট: ২৭২ জন।
ভেন্যু : মেরিন একাডেমি, চট্টগ্রাম। পারকি বীচ, আনোয়ারা, চট্টগ্রাম ।
বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলি,আনোয়ারা, চট্টগ্রাম।
 

Total Views : 400