Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ এইচসিপিএসসি এর ঈর্ষণীয় অর্জন

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ এইচসিপিএসসি এর ঈর্ষণীয় অর্জন

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ এইচসিপিএসসি এর ঈর্ষণীয় অর্জন ও পুরস্কার বিতরণ
চট্টগ্রাম, ২২ অক্টোবর ২০২৪


একাডেমিক ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিনিয়ত হয়ে উঠছে অপ্রতিদ্বন্দ্বী। ২২ অক্টোবর রোজ মঙ্গলবার প্রাত:সমাবেশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতায় নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থী  এবং থানা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-স্কুল এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-কলেজ  শিক্ষকদ্বয়ের হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি। প্রতিযোগিতার প্রায় প্রতিটি গ্রুপ ও ইভেন্টে হালিশহর ক্যান্টনমেন্টের অত্যুজ্জ্বল শিক্ষার্থীরা তাদের মেধা ও মননের স্বাক্ষর রাখে। 
ক-গ্রুপে কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়, মুহাম্মদ তাহমিদ জামান। সে অষ্টম ক শাখার শিক্ষার্থী। বাংলা রচনা প্রতিযোগিতায় কাজী রুবাইদা জাহান ও লোকগীতিতে প্রারম্ভিকা দাশ শ্রেষ্ঠ হিসেবে গৌরব অর্জন করে। 
খ-গ্রুপে বাংলা রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা ও লোকগীতিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মনোনীত হয় যথাক্রমে ইরফান মাহমুদ, ফাহবিন শূহরাহ সোহা, সানজিদা রহমান স্নিগ্ধা ও ফাহবিন শূহরাহ সোহা। 
মুতাসিব ফুয়াদ বিন কামাল ও নামরিন আক্তার গ-গ্রুপ থেকে যথাক্রমে কেরাত ও বাংলা রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব লাভ করে। বাংলা কবিতা আবৃত্তি ও ইংরেজি বক্তব্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয় আর রশিদ জামান আদিত্য। তাৎক্ষণিক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে একাদশ ‘খ’ শাখার শিক্ষার্থী মুরশিদা আক্তার। 
শ্রেষ্ঠ শিক্ষার্থী-কলেজ নির্বাচিত হয় একাদশ (ক) শাখার শিক্ষার্থী নামিরা নাওয়ার। শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (স্কুল) নির্বাচিত হন জনাব মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী, সিনিয়র শিক্ষক (গণিত) এবং শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (কলেজ) নির্বাচিত হন জনাব মোঃ মাজহারুল ইসলাম, প্রভাষক (রসায়ন)। 
শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট হিসেবে মনোনীত হয় মিশকাত হোসেন। শ্রেষ্ঠ গার্ল গাইডস দল হিসেবে এইচসিপিএসসি-র দল ও টিম তত্ত্বাবধায়ক হিসেবে জনাব সুমাইয়া ইসলাম নির্বাচিত হন। 
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) “হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ” সঞ্চালকের মুখনিসৃত এ বাক্য শুনামাত্র সমগ্র ক্যাম্পাস প্রবল করতালিতে মুখরিত হয়ে ওঠে। বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষ মহোদয়ের ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
 

আরও ছবি দেখতে ক্লিক করুন 


Total Views : 245