Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪  এ পুরস্কার অর্জন

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ পুরস্কার অর্জন

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ জাতীয় পর্যায়ে  হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ গ-বিভাগের তাৎক্ষণিক অভিনয়, একাদশ, গ-শাখার শিক্ষার্থী মুরশিদা আক্তার ৩য় স্থান অধিকার করেন। সে নগদ আর্থিক পুরস্কার, মেডেল, ট্রফি, স্মরনিকা পুরস্কার লাভ করে। সে জেলা ও বিভাগীয় পর্যায়েও প্রথমস্থান অধিকার করে। এছাড়া উপজেলা পর্যায়ে ক-বিভাগ কেরাত প্রতিযোগিতায়-মুহাম্মদ তাহমিদ জামান, ৮ম শ্রেণি, ক শাখা, বাংলা রচনা প্রতিযোগিতায় কাজী রুবাইদা জাহান, ৭ম শ্রেণি, গ শাখা, লোকগীতিতে প্রারম্ভিকা দাশ, ৮ম শ্রেণি, গ-শাখা, খ-বিভাগ, বাংলা রচনা প্রতিযোগিতায় ইরফান মাহমুদ, ৯ম শ্রেণি, গ শাখা, বাংলা কবিতা আবৃত্তিতে ফাহবিন শূহরাহ সোহা, ১০ম শ্রেণি, ক শাখা, বিতর্ক প্রতিযোগিতায় সানজিদা রহমান ¯স্নিগ্ধা, ৯ম, ঘ শাখা, লোকগীতিতে ফাহবিন শূহরাহ সোহা, ১০ম শ্রেণি, ক শাখা এবং গ-বিভাগে কেরাত প্রতিযোগিতায় মুতাসিম ফুয়াদ বিন কামাল, একাদশ শ্রেণি, খ শাখা, বাংলা রচনা প্রতিযোগিতায় নামরিন আক্তার, একাদশ শ্রেণি, ক শাখা, বাংলা কবিতা আবৃত্তিতে ও ইংরেজি বক্তব্যেব আর রশিদ জামান(আদিত্য), একাদশ শ্রেণি, ক শাখা প্রথম স্থান অধিকার করে। অন্যান্য বিভাগে- শ্রেণি শিক্ষার্থী কলেজ- নামিরা নাওয়ার, একাদশ, ক শাখা, শ্রেষ্ঠ বিএনসিসি- মিশকাত হোসেন, একাদশ, গ শাখা, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (স্কুল) বিভাগে  মো. জিয়াউল ইসলাম চৌধুরী, সিনিয়র শিক্ষক, গণিত, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) বিভাগে মো. মাজাহারুল ইসলাম, প্রভাষক, রসায়ন উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হন। প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ) ও শ্রেষ্ঠ গার্ল গাইডস দল হিসেবে- হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়।

জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের জন্য মুরশিদা আক্তারকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্ণেল গোলাম মোর্শেদ পিএসসি অভিনন্দন জানান।


Total Views : 1863