Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
গণহত্যা দিবস-২০২৫ পালন

গণহত্যা দিবস-২০২৫ পালন

১৯৭১ সালের ২৫ মার্চ, এক নির্মম কালো রাত বাঙালি জাতির ইতিহাসে। ঘুমন্ত, নিরীহ ও নিরস্ত্র স্বাধীনতার স্বপ্নে বিভোর জাতির ওপর চলেছিল অপারেশন সার্চলাইট। পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এই গণহত্যা আজো দগদগে হয়ে আছে বাঙালির মানসপটে। প্রতিবছরের মতো হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পালন করেছে গণহত্যা দিবস-২০২৫। এই আয়োজনে উপস্থিত ছিলেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর হাজী মোঃ নুরুদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পরই স্মৃতিকাতর ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপস্থিত সম্মানিত মুক্তিযোদ্ধা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্যুভিনিয়র প্রদান করেন সম্মানিত উপাধ্যক্ষ জনাব মোঃ সাইফুল ইসলাম। উপাধ্যক্ষের বক্তব্যের মধ্যদিয়ে গণহত্যা দিবস-২০২৫ এর আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

 


Total Views : 11