Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
ওয়ার্কশপ অন কোয়ালিটি এডুকেশন-২০২৫

ওয়ার্কশপ অন কোয়ালিটি এডুকেশন-২০২৫

সেনাসদর, জিএস শাখা, শিক্ষা পরিদপ্তর, ঢাকা সেনানিবাস-এর তত্ত্বাবধানে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আয়োজনে “ওয়ার্কশপ অন কোয়ালিটি এডুকেশন-২০২৫” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর পক্ষ হতে ০৭ জন সম্মানিত শিক্ষক প্রশিক্ষক হিসেবে এবং ২৫ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। ০৯ মার্চ ২০২৫ হতে শুরু হয়ে ২০ মার্চ ২০২৫ পর্যন্ত ১২ দিনব্যাপী এই কর্মাশালা অনুষ্ঠিত হয়। সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ০৯০০ ঘটিকা হতে ১২৩০ ঘটিকা পর্যন্ত ৪০ মিনিট করে মোট ০৪ টি সেশনে প্রশিক্ষণ কার্যক্রম চলমান ছিল। ০৯ মার্চ উদ্বোধন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মশালা শুরু হয়। ১২ দিনব্যাপী এই কর্মশালায় Keynote speech: Defining Quality Education, শিক্ষণ শিখন কৌশল ও আধুনিক শিক্ষাদান কৌশল, শ্রেণি ব্যবস্থাপনা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আগ্রহ তৈরি, সৃজনশীল প্রশ্নের আলোকে কার্যকর পাঠদান-এর কৌশল, ডিজিটাল কন্টেন্ট তৈরির কৌশল সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত মূল্যায়ন পর্বে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ হতে স্কুল শাখা হতে সহকারী শিক্ষক (বাংলা)  জনাব সুমাইয়া ইসলাম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন এবং কলেজ শাখা হতে প্রভাষক জনাব মনিরুল ইসলাম বসুনিয়া শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা অর্জন করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে। 
আনুষ্ঠানিক এই কর্মশালার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানে ইন-হাউজ ট্রেনিং চলমান থাকে। প্রথমে বিভাগীয় প্রধানদের অধীনে শিক্ষকগণ সিমুলেশন ক্লাস উপস্থাপন করেন। প্রাথমিক শাখায় সমন্বয়কের অধীনে সিমুলেশন ক্লাস অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সম্মানিত উপাধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম বুলবুল ও সহকারী প্রধান শিক্ষক জনাব ডালিয়া বড়ুয়া ম্যাডামের নির্দেশনায় সকল শিক্ষকের উপস্থিতিতে নির্বাচিত শিক্ষকগণ সিমুলেশন ক্লাস উপস্থাপন করেন। এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে ভুল-ভ্রান্তি সংশোধনের পাশাপাশি প্রতিদিন-ই নতুন ধারণা ও ভিন্ন ভিন্ন পদ্ধতি, কৌশল সম্পর্কে শিক্ষকগণের ধারণার উন্নয়ন সম্ভব হয়। সর্বোপরি জ্ঞান এবং কৌশলের বিনিময়ের মাধ্যমে আন্ত:সম্পর্ক সুদৃঢ় হয়ে ওঠে।
 


Total Views : 14