Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
একাদশ শ্রেণির শিক্ষাসফর ২০২৪

একাদশ শ্রেণির শিক্ষাসফর ২০২৪

চট্টগ্রাম, ০৬ মার্চ ২০২৪
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষাসফর আজ সম্পন্ন হলো। কলেজ ক্যাম্পাস থেকে একাদশ শ্রেণির শিক্ষাসফরের যাত্রা শুরু হয় সকাল ৮.৩০ টায়। শুরুতে শিক্ষার্থীরা বাংলাদেশ মিলিটারী একাডেমির (BMA) সুসজ্জিত আধুনিক অডিটোরিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান ও তাদের অবদান এবং পরবর্তীতে BMA লং কোর্স ও শর্ট কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং শুনে তারা ট্রেইনিং শেডে বিভিন্ন ড্রিল উপভোগ করে। সেখান থেকে শিক্ষার্থীরা ইগঅ কতৃপক্ষের আয়োজনে স্ন্যাকস বিরতিতে যায়। অধ্যক্ষ মহোদয় BMA ডেপুটি কমান্ড্যান্টকে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন। পরে স্ন্যাকস পার্টিতে আমাদের সাথে যুক্ত হন হেড অব ডিপার্টমেন্ট কর্ণেল ফারুক। সেখান থেকে ফায়ারিং রেঞ্জ, হর্স রাইডিং স্কুল পরিদর্শন করে সকলে হিলপার্ক রেস্টুরেন্টে দুপুরের খাবার গ্রহণ করে। সেখানে মুক্তমঞ্চে শিক্ষার্থীরা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে- হৈহুল্লোড় করা, গান, আবৃতি, রাফেল ড্র, ফটোসেশন ইত্যাদি করে ও অনেক আনন্দঘন সময় অতিবাহিত করে। সেখান থেকে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও প্রফুল্লচিত্তে বিকাল ৪.০০ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশ্যে ফিরতি যাত্রা করে।
শিক্ষা সফর শেষে বিকাল ৫.০০ মিনিটে সকলে ক্যাম্পাসে এসে নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে যায়।
শিক্ষাসফরে মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী - ২০৫
মোট অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মচারী - ৩০জন।
সর্বমোট: ২৩৫ জন।
ভেন্যু : বাংলাদেশ মিলিটারী একাডেমি (BMA), হিলভিউ পার্ক, ক্যাফে ২৪, ভাটিয়ারি, চট্টগ্রাম।
 

Total Views : 16