Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
আন্ত: হাউজ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান

আন্ত: হাউজ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান

২৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার। 
গত ২৩ জুলাই হতে শুরু হওয়া আন্ত: হাউজ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কাবাডি, ক্যারাম ও স্ক্রাবল এর গ্রুপভিত্তিক খেলায় হাউজ মাস্টারগণ কর্তৃক বাছাইকৃত তিনটি হাউজ : বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হাউজ (ব্লু হাউজ), বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান হাউজ (গ্রিন হাউজ) ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউজ (রেড হাউজ)- এর  শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কাবাডি বালক গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গ্রিন হাউজ ও রানাস আপ হয় রেড হাউজ এবং বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয় ব্লু হাউজ ও রানাস আপ হয় গ্রিন হাউজ। স্ক্রাবল ক গ্রুপে (বালক) চ্যাম্পিয়ন হয় আরেফিন মাসুদ (গ্রিন হাউজ), সে ষষ্ঠ গ শাখার শিক্ষার্থী; রানার্স আপ হয় নাফিস আহমদ (ব্লু হাউজ), সে সপ্তম ঘ শাখার শিক্ষার্থী। স্ক্রাবল খ গ্রুপে (বালক) চ্যাম্পিয়ন হয় সমৃদ্ধ দেব চৌধুরী (রেড হাউজ) , সে নবম ক শাখার শিক্ষার্থী এবং রানার্স আপ হয় মো. মেহরাব হোসেন (গ্রিন হাউজ), সে একাদশ খ শাখার শিক্ষার্থী। স্ক্রাবল ক গ্রুপে (বালিকা) চ্যাম্পিয়ন হয় রাইসা রহমান (ব্লু হাউজ), সে অষ্টম ঘ শাখার শিক্ষার্থী এবং রানার্স আপ হয় সামিয়া আফরিন (রেড হাউজ), সে অষ্টম গ শাখার শিক্ষার্থী। স্ক্রাবল খ গ্রুপে (বালিকা) চ্যাম্পিয়ন হয় তানজিলা তাবাসসুম (রেড হাউজ), সে দশম ঘ শাখার শিক্ষার্থী এবং রানার্স আপ হয় ফাবিহা তাসনিম (গ্রিন হাউজ), সে  নবম খ শাখার শিক্ষার্থী। ক্যারাম ক গ্রুপে (একক) চ্যাম্পিয়ন হয় যথাক্রমে- আবরার মোর্শেদ লাবিব(ব্লু হাউজ), ষষ্ঠ (বালক); সাবিহা হোসেন মৃদুলা(গ্রিন হাউজ), অষ্টম (বালিকা) এবং রানার্স আপ হয় যথাক্রমে- মোস্তাকুজ্জামান (রেড হাউজ), অষ্টম (বালক) ও হুমায়রা আফিয়া পুষ্পিতা (ব্লু হাউজ), অষ্টম (বালিকা)। ক্যারাম খ গ্রুপ (একক) চ্যাম্পিয়ন যথাক্রমে - মোহতাসিন ফাইয়াজ মারুফ (গ্রিন হাউজ), নবম(বালক) ও জোবাইদা খানম সামিয়া (রেড হাউজ), নবম (বালিকা) এবং রানার্স আপ হয় যথাক্রমে - ইসমাইল হোসেন জিলান (ব্লু হাউজ), একাদশ (বালক) ও ইসরাত বিনতে মাহমুদ (ব্লু হাউজ), নবম (বালিকা)। ক্যারাম দ্বৈত (বালক) ক গ্রুপে চ্যাম্পিয়ন হয় রেড হাউজ ও রানার্স আপ হয় ব্লু হাউজের খেলোয়াড়গণ। ক্যারাম দ্বৈত (বালিকা) ক গ্রুপে চ্যাম্পিয়ন হয় গ্রিন হাউজ ও রানার্স আপ হয় রেড হাউজের খেলোয়াড়গণ। ক্যারাম দ্বৈত(বালক) খ গ্রুপে চ্যাম্পিয়ন হয় রেড হাউজ ও রানার্স আপ হয় ব্লু হাউজের খেলোয়াড়গণ। ক্যারাম দ্বৈত (বালিকা) খ গ্রুপে চ্যাম্পিয়ন হয় রেড হাউজ ও রানার্স আপ হয় ব্লু হাউজের খেলোয়াড়গণ। অধ্যক্ষ লে. কর্নেল গোলাম মোর্শেদ, পিএসসি, চ্যাম্পিয়ন ও রানার্স আপ হাউজের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আন্ত: হাউজ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে ও বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান। তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরনে।

Total Views : 124