Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস- ২০২০ পালিত

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস- ২০২০ পালিত

'তুমি বাংলার ধ্রুবতারা

তুমি হৃদয়ের বাতিঘর

আকাশে বাতাসে বজ্রকণ্ঠ

তোমার কণ্ঠস্বর। '

চট্টগ্রাম, ১৫ আগস্ট ২০২০

প্রতিবারের ন্যায় এবারও হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আজ ১৫ আগস্ট ২০২০ যথাযোগ্য মর্যাদায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস বিনম্র শ্রদ্ধায় পালিত হয়। কোভিড-১৯ নামক প্রাণঘাতী মহামারির কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আদেশক্রমে বর্তমানে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমতাবস্থায় এ বছর অনলাইন প্ল্যাটফরমে শোক দিবস পালন করা হয়। এ দিবস উপলক্ষ্যে প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল রকিব উদ্দিন আহমেদ, পিএসসি-এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে Zoom Cloud Meeting Application এর মাধ্যমে অনলাইন সভা অনুষ্ঠিত হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃত্তি, হামদ ও নাত, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।  সম্মানিত অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে বাংলাদেশ নির্মাণে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোকপাত করেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

Total Views : 1008