Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
বিজ্ঞান মেলা ২০২০

বিজ্ঞান মেলা ২০২০

চট্টগ্রাম, ০৮ মার্চ ২০২০
গত ০৮ মার্চ ২০২০, রবিবার, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিজ্ঞান মেলায় তিনটি বিভাগে সর্বমোট ১৩৯টি প্রজেক্ট নিয়ে ৩০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানসমূহ ছিল শহীদ লে. জি.এম মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়, গানার্স ইংলিশ স্কুল ও গ্রীনহিল ইংলিশ স্কুল। মেলায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দিদারুল আলম মজুমদার, সহকারি অধ্যাপক (রসায়ন), ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। প্রতিটি বিভাগে ২টি বিশেষ পুরস্কারসহ মোট ০৫টি প্রজেক্ট-এর জন্য ১ম, ২য় ও ৩য় স্থান লাভকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। উক্ত মেলায় পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য প্রজেক্টগুলো হল : ওয়াটার লেভেল ইন্ডিকেটর এলার্ম, ইমপ্যাক্ট অব গ্লোবাল ওয়ার্মিং, ফ্রি এনার্জি ইলেকট্রিসিটি, আদর্শ বাড়ি, সোলার পাওয়ার ইরিগেশন সিস্টেম, Hydraulic Bridge, Waste Water Treatment, Quiz Board, Solar Street Lamp, Blind Headset, Disaster Escape & Accident Prevention, Power Producing Shoe, Water Purification, Eco-Friendly Environment Model, Weather Station ইত্যাদি। শিক্ষার্থীদের মানসিক বিকাশে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Total Views : 563