Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
পহেলা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ উদযাপন

পহেলা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ উদযাপন

চট্টগ্রাম, ১৪ এপ্রিল ২০১৯
অতীতের ভুল ত্রুটি ও বিষাদকে বিদায় জানিয়ে নেয়ার উৎসব পহেলা বৈশাখ। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বেশ সাড়ম্বরে সারাদেশের সাথে একাত্ম হয়ে বরণ করে নিল বাংলা ও বাঙালির অস্তিত্ব ও ঐতিহ্যের ধারক নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দকে। মুঘল সম্রাট আকবরের শাসনামলে প্রবর্তিত হয় এই বাংলা সন। পুন্যাহ, হালখাতার উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হত বৈশাখী মেলা। সেই থেকে ধীরে ধীরে এই উৎসব হয়ে ওঠে বাঙালির প্রাণের উৎসব। এ উপলক্ষে এইচসিপিএসসি নিজস্ব কলেজ প্রাঙ্গনে আয়োজন করে মঙ্গল শোভাযাত্রা আর চমৎকার ও বর্ণাঢ্য বৈশাখী মেলার। শিক্ষার্থীদের আয়োজনে ছিল হাউজ ভিত্তিক স্টল, শিক্ষকদের স্টল, ফুচকা-চটপটির স্টল, এছাড়াও ছিল মেহেদি ঘর। শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থাপনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পরিবারসহ উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল রুশো, এনডিসি, পিএসসি, জি, সভাপতি, পরিচালনা পর্ষদ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও কমান্ড্যান্ট, আর্টিলারি সেন্টার ও স্কুল। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃ কর্নেল রকিব উদ্দিন আহমেদ, পিএসসি ও তাঁর পরিবার। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দের পদচারণায় কিছু সময়ের জন্য মুখর ও রঙিন হয়ে ওঠে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন। 
 

Total Views : 628