Halishahar Cantonment Public School & College

EIIN : 135721 Online Admission 
একাদশ শ্রেণি ২০২০-২১ শিক্ষাবর্ষের  পরিচিতি সভা

একাদশ শ্রেণি ২০২০-২১ শিক্ষাবর্ষের পরিচিতি সভা

চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বর ২০২০
গত ২০ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ, রবিবার হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বরণ করে নিল ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের। কোভিড-১৯ মহামারির কারণে বর্তমানে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের স্বাগত জানাতে তাই Zoom Apps এর মাধ্যমে আয়োজন করা হয়েছিল অনলাইন পরিচিতি সভা। একাদশ শ্রেণির শ্রেণিশিক্ষকদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনলাইন সভায় নবাগত শিক্ষার্থীদের সাথে যোগদান করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অন্যান্য বিষয় শিক্ষকবৃন্দ। সংক্ষিপ্ত পরিচিতি পর্বের পর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর একাদশ শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি জানায়। প্রাণবন্ত অনলাইন আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় নবীনের নব বিদ্যাপীঠে নতুন পথচলা। উল্লেখ্য, গত ১৩-১৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। এ বছর স্বনামধন্য এই প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগে (বাংলা ও ইংরেজি ভার্সন) ১৯৬ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১১৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়।   

Total Views : 1309