Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
এস.এস.সি-২০১৯ শতভাগ পাসের সফলতা

এস.এস.সি-২০১৯ শতভাগ পাসের সফলতা

চট্টগ্রাম, ০৬ মে ২০১৯।
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম বোর্ডে অন্যান্য পাবলিক পরীক্ষার পাশাপাশি এস.এস.সি পরীক্ষায়ও ভালো ফলাফল অব্যাহত রেখেছে, তার ব্যত্যয় ঘটেনি এই বছরও। ২০১৯ সালে এস.এস.সি পরীক্ষায় মোট ১৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৫১ জনই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান শাখায় ১১৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬৯ জন শিক্ষার্থী জি.পি.এ-৫.০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন জি.পি.এ.-৫.০০ সহ শতভাগ পাসের সাফল্য অর্জন করে। 

Total Views : 486